ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচি পালন


ঢাকা কমার্স কলেজের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচি পালন

দর্পণ রিপোর্ট : ২৩শে শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/৭ই আগস্ট ২০১৯ খ্রিষ্টাব্দ ঢাকা কমার্স কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচি পালন করা হয়। কলেজের সম্মুখে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএফএম শফিকুর রহমান, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক শামীম আহসান, প্রচার কমিটির আহ্বায়ক মো. ইউনুছ হাওলাদার ও সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।

অধ্যক্ষ ড. শফিকুর রহমান নতুন ক্রয়কৃত ফগার মেশিনের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ব্যানার, ফেস্টুন, লিফলেট ও প্লাকার্ডসহ কলেজ ক্যাম্পাস থেকে মিরপুর মাজার রোড পর্যন্ত ডেঙ্গু সচেতনতা র‌্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে ঢাকা কমার্স কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ মিরপুর মাজার রোডে স্থানীয় সংসদ সদস্য মো. আসলামুল হক এর আহবানে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত র‌্যালির প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী  সংগঠনসমূহের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।

  08 Aug, 2019