ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
জাতীয় শিক্ষাসপ্তাহ প্রতিযোগিতায় থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজের শ্রেষ্ঠত্ব


জাতীয় শিক্ষাসপ্তাহ প্রতিযোগিতায় থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজের শ্রেষ্ঠত্ব

জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় থানা পর্যায়ে (শাহ আলী থানা) ঢাকা কমার্স কলেজ ৮টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২৯ এপ্রিল ২০২৪ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ সেলিনা আলম ও মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরীন সুলতানা। শাহ আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৩-এ থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৮টি বিষয়ে বিজয়ী হয়। রাজধানীর শাহ আলী থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে ঢাকা কমার্স কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী আদিত্য আজম মাহি। উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী কৌশিক বণিক রবীন্দ্র সংগীতে, পনি চাকমা নজরুল সংগীত ও লোক সংগীতে এবং অঙ্কিতা মজুমদার নৃত্য (উচ্চাঙ্গ) বিষয়ে বিজয়ী হয়েছে। মার্কেটিং সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী এহসানুল হক ফাহিম ইংরেজি বক্তব্য ও তাৎক্ষণিক অভিনয়ে বিজয়ী হয়েছে।

এছাড়া উক্ত দিবসে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পিংকি প্রু মার্মা আবৃত্তিতে, মেহজাবিন আক্তার অথৈ লোকনৃত্যে এবং জান্নাতুল ফেরদৌস ইলমা উচ্চাঙ্গ- নৃত্যে বিজয়ী হয়েছে।

  05 May, 2024