ঢাকা কমার্স কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
দর্পণ রিপোর্ট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ঢাকা কমার্স কলেজ এর বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ ও ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড.সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো.শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল এবং সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে এবং ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭-এ চ্যাম্পিয়ন হয় মনিরুজ্জামান রিয়াদ এবং ২০১৮-এ চ্যাম্পিয়ন হয় ফেরদৌস নাঈম। বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭-এ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয় আরিফ মাহমুদ সিয়াম এবং ২০১৮-এ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয় লামিয়া রহমান। নিয়মিত ৬ বছর ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করে শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মেধা ও মননশীলতার উন্মেষ ঘটে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড ছাত্র-ছাত্রীদের মাঝে দায়িত্বশীলতা সৃষ্টি করে। পাশাপাশি তারা নিজেদের ভিতরের সুপ্ত প্রতিভাও আবিষ্কার করতে সক্ষম হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, ঢাকা কমার্স কলেজ শিক্ষা-দীক্ষায় যেমন অনন্য তেমনি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখছে। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।