ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ২০২২। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: ২৬ মার্চ ২০২২ ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কলেজ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। এসময়ে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদ সচিব এস এম আলী আজম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামা আহমাদ, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর ঢাকা কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।