ঢাকা কমার্স কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন । ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: ২৯ ডিসেম্বর ২০২১ ঢাকা কমার্স কলেজ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য এএফএম সরওয়ার কামাল, প্রফেসর মিঞা লুৎফার রহমান, উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক শামশাদ শাহজাহান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী এমপি, বীরপ্রতীককে স্বর্ণপদক প্রদান করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিজয় দিবস উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী।