ঢাকা কমার্স কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: ১৬ ডিসেম্বর ২০২১ ঢাকা কমার্স কলেজ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করা হয়েছে। উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্ ও উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯:৩০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় দিবস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্ । শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪:৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে অনুষ্ঠিত সরাসরি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা। এসময় উপাধ্যক্ষ, উপদেষ্টা অ্যাকাডেমিক, সাংস্কৃতিক কমিটির আহ্বায়কসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।