ঢাকা কমার্স কলেজ নৃত্য ক্লাবের চারদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্পণ রিপোর্ট:২৬ থেকে ২৮ জুলাই ২০২২ ঢাকা কমার্স কলেজ নৃত্য ক্লাবের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে-এ চার দিনব্যাপী প্রথম নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ঢাকা কমার্স কলেজ শিক্ষক পরিষদের সচিব ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আলী আজম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দ্রুপদী নৃত্যালয়ের কোরিওগ্রাফার স্নাতা শাহরিন ও সাইফুল ইসলাম সাকি এবং কলতান সাংস্কৃতিক একাডেমির কোরিওগ্রাফার ফাহিম রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক অংকনী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি সীমা সিকদার। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. আহাদুজ্জামান দিরাজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক অনুপম বিশ্বাস ও তুনাজ্জিনা বিনতে মাহবুব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজ নৃত্য ক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সাবেক সভাপতি সাদিয়া সুলতানা, সাবেক সম্পাদক সোহান কাজী রাব্বী ও ইসমাইল হোসেন জয় এবং ক্লাব কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সদস্য নিশি। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সম্পাদক তানভীর মিয়া ।