ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন
দর্পণ রিপোর্ট : ‘জড়া-জীর্ণ-যন্ত্রণা থেকে শিশুদের বাঁচাও’ - এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন করা হয়। এ উপলক্ষে ১৪ এপ্রিল ২০১৯ মিরপুরে ‘আলোর খোঁজে’ পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাংকন, সাধারণজ্ঞান ও হাতের লেখা প্রতিযোগিতা আয়োজন এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আলী আজম, মডারেটর মো. জাকারিয়া ফয়সাল, সভাপতি প্রসেনজীত বিশ্বাস প্রত্যয় ও সাধারণ সম্পাদক নিলয় পারভেজ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক নিলয় পারভেজ, প্রোগ্রাম চেয়ারম্যান আবদল্লাহ আল মামুন রিশাদ, পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাকিব ইসলাম, তারিকুল ইসলাম, লিমা আক্তার ও ইমজামামুল হক এবং আলোর ‘আলোর খোঁজ’ পাঠশালা এর প্রতিষ্ঠাতা অমিত কর।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে আল আমিন (৪র্থ শ্রেণি), ২য় পলাশ হোসেন (২য় শ্রেণি), ৩য় হুমায়ুন কবির (২য় শ্রেণি), সাধারণজ্ঞান প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লুৎফর নাহার রুপা (৬ষ্ঠ শ্রেণি), ২য় জান্নাতুল ফেরদৌস জুঁই (৭ম শ্রেণি), ৩য় জান্নাতুল আক্তার রুনা (৭ম শ্রেণি), হাতের লেখা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন সাথী আক্তার (৩য় শ্রেণি), ২য় আবু কালাম (৫ম শ্রেণি) ও ৩য় শাহিদা আক্তার (২য় শ্রেণি)।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক এস এম আলী আজম বলেন, শিশুদেরকে ভালোবাসতে হবে। শিশুরা ভুল করতে করতে শিখবে এবং বড়রা তাদেরকে শেখাবে। শিশুরাই ভবিষ্যত নাগরিক। তিনি বলেন, শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। ক্লাব মডারেটর মো. জাকারিয়া ফয়সাল বলেন, জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সভাপতি প্রসেনজীত বিশ্বাস বলেন, ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাব শিশু নির্যাতন এর বিপক্ষে সর্বদাই সোচ্চার। তিনি বলেন, পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন অঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে এ ক্লাবটি।