ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
নৌ-ভ্রমণ-২০১৯


নৌ-ভ্রমণ-২০১৯

গত ৩রা কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ/ ১৮ই অক্টোবর, ২০১৯ খ্রিষ্টাব্দ শুক্রবার ঢাকা কমার্স কলেজের বার্ষিক নৌ-ভ্রমণ ২০১৯ অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অতিথিসহ প্রায় ১৪০০ জনের এ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, মাননীয় চেয়ারম্যান, গভর্নিং বডি, ঢাকা কমার্স কলেজ। এ ভ্রমণে অতিথি হিসেবে ড. মোহাম্মদ ফাইয়াজ খান, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, BUBT; মিসেস ফাইয়াজ খান, জনাব মোঃ আমিরুল ইসলাম, মিসেস আমিরুল ইসলাম, জনাব মোঃ ফারুক হোসেন, অধ্যক্ষ মহোদয়ের সহধর্মিনী, প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ (ব্যবসায় শিক্ষা) ও প্রফেসর ড. মোঃ আবু মাসুদ, উপাধ্যক্ষ (বিজ্ঞান) এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পরিবার অংশগ্রহণ করে ভ্রমণকে আনন্দময় করেছেন। সুন্দরবন-১০ নামক বিশাল লঞ্চ সদরঘাট থেকে সকাল ০৮.৩০ যাত্রা শুরু করে ঢাকা-চাঁদপুর নৌরুটের শরতের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথি কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার, জিসান খান শুভ, নওরিন, জুয়েল মোর্শেদ ও খন্দকার বাপ্পির সুরের মূর্ছনা আর সুস্বাদু খাওয়া-দাওয়ার ব্যঞ্জনায় হৃদয়স্পর্শী এ ভ্রমণ সন্ধ্যায় সদরঘাটে এসে শেষ হয়। ক্রেস্ট প্রদান, র‌্যাফল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। ভ্রমণপিপাসু সকলের কাছে ভ্রমণটি চিরজাগরুক থাকবে। এ সফরের সফল সমাপ্তি সম্ভব হয়েছে নৌ-ভ্রমণ কমিটি ও উপকমিটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও নিপুণ ব্যবস্থাপনার মাধ্যমে, যেটির আহবায়ক ছিলেন জনাব মোহাম্মদ মোশারেফ হোসেন, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। এ সফল সমাপ্তির জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষে ভ্রমণের সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড.এ.এফ.এম শফিকুর রহমান।     

  22 Oct, 2019