ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২০২৪


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২০২৪

২৬ মার্চ ২০২৪ ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজ গভনিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভনিং বডির সম্মানিত সদস্য মো. শামছুল হুদা এফসিএ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সিকদার। অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, শিক্ষক পরিষদ সচিব ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ আহসান হাবিব, শিক্ষা সহায়ক কার্যক্রম ও সংস্কৃতি বিষয়ক কমিটির আহ্বায়ক মাকসুদা শিরীন, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিদের শহিদ মিনার সংলগ্ন মাঠে গার্ড অব অনার প্রদান করে ঢাকা কমার্স কলেজ বিএনসিসি । এরপর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স হলে আলোচনা সভা ও জাতীয় সংগীত, রচনা, বক্ততা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। দিবসটিকে কেন্দ্র করে কলেজস্থ শেখ রাসেল দেয়ালিকায় বিশেষ দেয়ালিকা প্রকাশ করা হয়।

  27 Mar, 2024