ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ


উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ

দর্পণ রিপোর্ট : ৬ জুলাই ২০১৯ ঢাকা কমার্স কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। অভিভাবক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডি’র সদস্য ও কলেজের প্রথম অধ্যক্ষ মো. শামছুল হুদা  এফসিএ, গভর্নিং বডি’র সদস্য ও বিইউবিটি’র ট্রেজারার প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল, অভিভাবক প্রতিনিধি এডভোকেট এ কে এম মোরশেদ এবং শামীমা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম।

সভায় ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক তাঁর দীর্ঘ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি অভিভাবকদের কাছে ঢাকা কমার্স কলেজের দায়িত্বভার দীর্ঘ ২২ বছর বহন করে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি অভিভাবকদের সচেতনতামূলক পরামর্শ দেয়ার পাশাপাশি বলেন, মাদক-জঙ্গিবাদ ও মোবাইল ব্যবহার একজন শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট সচেতন। তিনি অভিভাবকদেরকে তাদের সন্তানদের ভালো ফলাফলের নিশ্চয়তা দিয়ে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি এডভোকেট এ কে এম মোরশেদ তাঁর মূল্যবান অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ঢাকা কমার্স কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল দেখে আমি মুগ্ধ। তিনি বলেন, আমি শুধু আপনাদের অনুরোধ করবো, নিজেদের সন্তানকে মানুষের মত মানুষ করতে হলে সর্বদা সন্তানের লেখাপড়া দেখাশুনার পাশাপাশি শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে।

অভিভাবকদের পক্ষ থেকে রেজাউল করিম রিংকু বলেন, আমার সন্তান নিজের ইচ্ছে পূরণের জন্য ঢাকা কমার্স কলেজ এর বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে। আমি আপনাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও অবগত আছি। তাই আমি চাই, আমার সন্তান এই কলেজের বিজ্ঞানযাত্রার সাথে ইতিহাস হয়ে থাকুক।

সভাপতির ভাষণে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম বলেন, সময়ের চাহিদা বিবেচনা করে কমার্স কলেজের গভর্নিং বডি বিজ্ঞান শাখার চালু করার যে মহতি উদ্যোগ নিয়েছেন তা আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য অ্যাকাডেমিক পরিকল্পনার কথা অভিভাবকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, লেখাপড়ার দিক থেকে ঢাকা কমার্স কলেজের ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার কোনো পার্থক্য নেই। পরিশেষে তিনি অভিভাবক সভায় আগত বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে ২ জুলাই ২০১৯ ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থীদের অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। অন্যান্যদের বক্তব্য রাখেন উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল, শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, সাদিক মো. সেলিম ও মো. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা কমার্স কলেজ-এ ১ জুলাই ২০১৯ তারিখ হতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা কমার্স কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান শাখার যাত্রা শুরু হলো। এ বছর ব্যবসায় শিক্ষা শাখায় ১৩৭১ এবং বিজ্ঞান শাখায় ১০৬৯ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

  06 Jul, 2019