এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দর্পণ রিপোর্ট : ঢাকা কমার্স কলেজ থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ২৭ মার্চ ২০১৯। উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য, কলেজের প্রথম অধ্যক্ষ ও অন্যতম প্রতিষ্ঠাতা মো. শামছুল হুদা এফসিএ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য ও বিইউবিটি’র শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল। শিক্ষাথী উপদেষ্টা (উচ্চমাধ্যমিক) এর পক্ষে প্রথম পর্বে বক্তব্য রাখেন প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্ এবং দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন প্র্রফেসর বদিউল আলম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম।