এটিএন বাংলা ইউসিবি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজের অংশগ্রহণ
দর্পণ রিপোর্ট : ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এটিএন বাংলা ইউসিবি পাবলিক পার্লামেন্ট ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি-তুমিই প্রতিবাদ’ শিরোনামে ‘নিপীড়ন বিরোধী’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজ দল অংশগ্রহণ করে। ২২ জুন ২০১৯ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে ‘নারী নিপীড়ন’ বন্ধে নুসরাত হত্যার সঠিক বিচার নিয়ে আয়োজিত ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও বিরোধী দল হিসেবে ঢাকা কমার্স কলেজ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা কমার্স কলেজ দলের বিতার্কিকবৃন্দ হলো- প্রসেনজীত বিশ্বাস প্রত্যয় (এম-১১৫২), আবদুল্লাহ আল মামুন রিশাদ (বিবিএ-৭৬৮), শাহ আশরাফি ইয়াসির (ই-৭৪৬), সারাফ ওয়াশিমা সপ্তর্ষি (ই-৭২২) ও তাহমিনা আফরোজ শৈতী (ই-৬৬২)।