ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে আলোচনা সভা ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে ৭ই মার্চ ২০২০ তারিখ ঢাকা কমার্স কলেজে আলোচনা সভা ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো.আবু মাসুদ ও উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আলী আজম। মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। নির্ধারিত আলোচক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির সদস্য শামসাদ শাহজাহান। আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনসুর আলম ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. আহাদুজ্জামান দিরাজ এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ জাকারিয়া ফয়সাল। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা সুবর্ণা ও লিফ্ট অপারেটর মো. নুরুল হক। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে অনুষ্ঠিত ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো.শফিকুল ইসলাম। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী রিশিতা রেজাউল (রোল নং-০০০২০৪) ও ২য় স্থান অধিকার করে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মেহেদী হাসান (রোল নং- ৪২৯৮৪) এবং যুগ্মভাবে ৩য় স্থান অধিকার করে মার্কেটিং বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুন (রোল নং-এমকেটি ১৫৬৯) ও একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী যুবায়ের আহমেদ (রোল নং-৪৩৫৯৮)।