ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজের ৯টি পুরস্কার লাভ। ঢাকা কমার্স কলেজ দর্পণ


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজের ৯টি পুরস্কার লাভ। ঢাকা কমার্স কলেজ দর্পণ

দর্পণ রিপোর্ট: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ থানা পর্যায়ে ঢাকা কমার্স কলেজ ৯টি পুরস্কার লাভ করেছে। ১৪ই কার্তিক ১৪২৬ব./৩০শে অক্টোবর ২০১৯ জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন থানা কমিটি, শাহআলী থানা, ঢাকা এর উদ্যোগে শাহআলী মডেল হাই স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন শাহআলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া শিরিন। ঢাকা কমার্স কলেজ শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমবারের মতো সর্বোচ্চ ৯টি পুরস্কার অর্জন করে। জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা হলো- প্রসেনজীত বিশ্বাস প্রত্যয় (শ্রেষ্ঠ শিক্ষার্থী), আনিকা তাসনিম (নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত), আবির হাসান (বিতর্ক), আন্দালিব মোস্তফা লালন (দেশাত্মবোধক গান), সাদিয়া সুলতানা লিমা (উচ্চাঙ্গ নৃত্য), সাদিয়া আক্তার (লোক নৃত্য), এহসানুল হক ফাহিম (রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা - স্নাতক শ্রেণি)। ৩১শে অক্টোবর ২০১৯ ঢাকা কমার্স কলেজের বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ (ব্যবসায় শিক্ষা) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ (বিজ্ঞান) প্রফেসর ড. মো. আবু মাসুদ, অ্যাকাডেমিক উপদেষ্টা প্রফেসর মো. মোজাহার জামিল ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম

  31 Oct, 2019