ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের কর্মশালা অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ


ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের কর্মশালা অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ

দর্পণ রিপোর্ট: ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের উদ্যোগে ৩০শে আশ্বিন ১৪২৬ ব./১৫ই অক্টোবর ২০১৯ কলেজ কনফারেন্স হল-এ ‘মানব দেহে বিদ্যুতের প্রভাব’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফাইয়াজ খান। আলোচক ছিলেন বিইউবিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এবিএম বদরুদ্দোজা মিয়া ও বিইউবিটি’র EEE বিভাগের চেয়ারম্যান এম. আজহারুল হক। কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা কমার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এফ.এম. শফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ব্যবসায় শিক্ষা) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ (বিজ্ঞান) প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল ও প্রগতি ইন্ডাস্ট্রি লি. এর পরিচালক এম. খলিলুল্লাহ খান। কর্মশালায় স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাব মডারেটর মোহাম্মদ শোয়াইবুর রহমান, কো-মডারেটর মো. শামিউল আলম ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নাজমুল হক।  কর্মশালায় আইটি কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে শরিফুল হাসান সৌরভ, সৈয়দা তাশফিয়া সুলতানা লামিয়া ও মেহেদি আয়মান চৌধুরী। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করেন কর্মশালার মুখ্য আলোচক প্রফেসর ড. মুহাম্মদ ফাইয়াজ খান। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. তরিকুল ইসলাম এবং কর্মশালায় সচিবের প্রতিবেদন দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক। ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রিশাদ তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  16 Oct, 2019