ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের বিশ্ব মা দিবস পালন


ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের বিশ্ব মা দিবস পালন

দর্পণ রিপোর্ট : ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে বিশ্ব মা দিবস পালন করা হয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। মা দিবস উদ্যাপন উপলক্ষে ১২ মে ২০১৯ ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে ঢাকার মিরপুর শিয়ালবাড়ি বস্তিতে ‘সুরভি’ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় মায়েদের প্রতি সন্তান ও সমাজের দ্বায়িত্ব-কর্তব্য বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আলী আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ পরিচালিত সুরভী স্কুলের শিক্ষা অফিসার তানজিমা আক্তার শিউলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিয়ালবাড়ি সুরভী স্কুলের প্রধান শিক্ষিক রূপালী জাহান, ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রসেনজীত বিশ্বাস প্রত্যয়, সাধারণ সম্পাদক নিলয় পারভেজ ও প্রোগ্রাম চেয়ারম্যান সারোয়ার রহমান দিপ্ত। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল-মামুন রিশাদ, সাকিব ইসলাম, সোলায়মান সাদেক ও অন্যান্য।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আলী আজম বলেন, মায়ের চেয়ে সন্তানের জন্য বিশ্বে কষ্ট করার লোক আর কেউ নেই। সন্তান জন্ম দেয়া কষ্টের একটি বিষয়। এ কাজটি করার জন্য মা জাতি অত্যন্ত একটি সম্মানিত জাতি। শিক্ষা অফিসার তানজিমা আক্তার বলেন, আমরা আশা করি এরূপ আয়োজনের মধ্য দিয়ে ছোট ছোট সোনামনিদের মাঝে মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। প্রধান শিক্ষিক রূপালী জাহান বলেন, আমরা শিশু শিক্ষার্থী ও তাঁদের মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আরো গুরত্ব দিবো এবং শিশুদেরকে পিতা-মতার প্রতি দায়িত্ব বিষয়ে আরো পরামর্শ দিব। ক্লাব সভাপতি প্রসেনজীত বিশ্বাস বলেন, ‘মা’একটি পবিত্র শব্দ। যেটি সন্তানের প্রতি মায়ের ভালবাসা ও মমতায় পরিপূর্ণ।

  13 May, 2019