ঢাকা কমার্স কলেজকে প্রাক-মডেল কলেজ হিসেবে ঘোষণা
দর্পণ রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ প্রকল্পে ঢাকা কমার্স কলেজকে নির্বাচিত ০৮টি প্রাক-মডেল কলেজের মধ্যে প্রথম হিসেবে ঘোষণা করা হয়। পূর্ব নির্ধারিত ৪০টি KPI (Key Performance Indicators) এর ভিত্তিতে ৮টি বেসরকারি কলেজকে ‘প্রাক - মডেল কলেজ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। কলেজসমূহের মধ্যে প্রযুক্তি সহায়তা, পুস্তক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৮শে সেপ্টেম্বর ২০১৯ খ্রি./ ১৩ই আশ্বিন ১৪২৬ ব. তারিখ শনিবার সকাল ১০:০০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো.সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ প্রকল্পের আওতায় ১ম প্রাক-মডেল কলেজ হিসেবে ঢাকা কমার্স কলেজের স্নাতক(সম্মান) শ্রেণির বিভিন্ন বর্ষের ১০ জন কৃতি শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত হওয়ায় ঢাকা কমার্স কলেজকে সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. এফ .এম.শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (ব্যবসায় শিক্ষা) প্রফেসর মোঃ শফিকুল ইসলাম ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি বলেন যে, বর্তমান ভিসির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমুল পরিবর্তন হয়েছে। আজকে মডেল কলেজ প্রকল্পের আওতায় যে ৮টি কলেজকে স্বীকৃতি দেয়া হয়েছে, সেটি মেধারই স্বীকৃতি। সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন যে, শিক্ষার গুণ ও মান নিশ্চিতকরণের লক্ষ্যেই মডেল কলেজ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ মডেল কলেজ প্রকল্প জাতীয় ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।