ঢাকা কমার্স কলেজে গণহত্যা দিবস পালন
দর্পণ রিপোর্ট : গণহত্যা দিবস পালন ২০১৯ উপলক্ষে ২৫ মার্চ ঢাকা কমার্স কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুহম্মদ ফরিদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশিদ এবং বীর মুক্তিযোদ্ধা মো. মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. মোজাহার জামিল। স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক এস এম আলী আজম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ব্যবস্থাপনা সম্মান ৪র্থ বর্ষে ছাত্র প্রসেনজীত বিশ্বাস প্রত্যয় ।