ঢাকা কমার্স কলেজে গণহত্যা দিবস পালন। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: ঢাকা কমার্স কলেজে গণহত্যা দিবস ২০২২ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ মার্চ ২০২২ কলেজ কনফারেন্স হল-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনির নির্মম অত্যাচারে নিহতদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পার্থ সারথি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডি'র সদস্য অ্যাডভোকেট এম মাসুদ আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদ সচিব এস এম আলী আজম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামা আহমাদ, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ। উপস্থাপনায় ছিলেন ড. হিমেল জহির।