ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজে  জঙ্গি ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি


ঢাকা কমার্স কলেজে জঙ্গি ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি

দর্পণ রিপোর্ট : ২০ মার্চ ২০১৯ ঢাকা কমার্স কলেজে জঙ্গি ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ শাহআলী থানার উদ্যোগে ঢাকা কমার্স কলেজ কনফারেন্স হল (১১ তলা)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর জোন এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.কামাল হোসেন। মুখ্য আলোচক ছিলেন শাহ্আলী ও দারুস সালাম জোন এর সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম। কর্মসূচিতে বক্তব্য রাখেন শাহ্আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজের সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে একাদশ শ্রেণির ছাত্র আব্দুল হালিম ইমন ও অনার্স ১ম বর্ষের ছাত্র ইমরান নাজির। কর্মসূচিতে ঢাকা কমার্স কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল শ্রেণি প্রতিনিধিসহ ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে এবং তারা জঙ্গি ও মাদককে ‘না’ বলে অঙ্গীকার করে। 

  20 Mar, 2019