ঢাকা কমার্স কলেজে বার্ষিক ভোজ- ২০১৯ অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: বিপুল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা কমার্স কলেজ ২৩ ডিসেম্বর ২০১৯ বার্ষিক ভোজ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড.সফিক আহমেদ সিদ্দিক। কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, মাউশিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দসহ সর্বমোট প্রায় ৯০০০ (নয় হাজার) অতিথি বার্ষিক ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপদেষ্টা (অ্যাাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল। অত্যন্ত সুন্দর ও সুশৃংখল পরিবেশে বার্ষিক ভোজ-২০১৯ এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।