ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজে বিজয় দিবস  উদযাপন।ঢাকা কমার্স কলেজ দর্পণ


ঢাকা কমার্স কলেজে বিজয় দিবস উদযাপন।ঢাকা কমার্স কলেজ দর্পণ

দর্পণ রিপোর্ট: বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০১৯ সকাল ৮ টায় কলেজ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

এরপর অনুষ্ঠিত হয় বিজয় দিবস লোকজ খেলাধুলা। প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ  প্রফেসর ড. মো. আবু মাসুদ ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এস এম আলী আজম। প্রতিযোগিতা পরিচালনা করেন ঢাকা কমার্স কলেজের ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। ছাত্ররা  হাডুডু, দাঁড়িয়াবান্ধা,  মোরগ লড়াই, ব্যাঙ লাফ, মার্বেল ও লাটিম এবং ছাত্রীরা গোল্লাছুট ও বৌচি , দড়িলাফ, এক্কা দোক্কা, ইচিং বিচিং ও কুতকুত ইত্যাদি লোকজ খেলাধুলায় অংশগ্রহণ করে। অত্যন্ত আকর্ষণীয় লোকজ খেলাধুলা উপভোগ করেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিজয় দিবস সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা জাতীয় সংগীত,দেশাত্ববোধক সংগীত,লোক সঙ্গীত,গল্প রচনা, প্রবন্ধ রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, চলচ্চিত্র  নির্মাণ, চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি প্রতিযোগিতায়  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সবশেষে বিইউবিটি মাঠে শিক্ষকদের ক্রিকেট ম্যাচ এবং কর্মকর্তা-কর্মচারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ও ফুটবল ম্যাচ উদ্বোধন করেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য ও বিইউবিটির স্টুডেন্টস এ্যাডভাইজার প্রফেসর মিঞা লুৎফার রহমান।

  17 Dec, 2019