ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজে বিজয় দিবস ২০১৯ উদযাপন। ঢাকা কমার্স কলেজ দর্পণ


ঢাকা কমার্স কলেজে বিজয় দিবস ২০১৯ উদযাপন। ঢাকা কমার্স কলেজ দর্পণ

দর্পণ রিপোর্ট: মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা কমার্স কলেজ ১৭ ডিসেম্বর ২০১৯ আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্বর্ণপদক প্রদান, সাংস্কৃতিক ও লোকজ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রকাশ, ডেন্টাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত। বিশেষ অতিথি ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও জিবি সদস্য এএফএম সরওয়ার কামাল। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপদেষ্টা (অ্যাাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম।

এরপর বিজয় দিবস লোকজ খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীককে ঢাকা কমার্স কলেজ স্বর্ণপদক প্রদান করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।  সবশেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয় দিবসের গুরুত্বের ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু গেরিলা যুদ্ধের ডাক দিয়েছিলেন। ২৫ মার্চ শুরু হলো  গণহত্যা। একটা ভাষণেই পুরো জাতি এক হয়ে গেল। তিনি বলেন, যুদ্ধ কখনও কাম্য নয়, কিন্তু স্বাধীনতার যুদ্ধ সবসময়ই গর্বের। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরাই সোনার বাংলাদেশ গড়ে তুলবে, পুরণ করবে বঙ্গবন্ধুর স্বপ্ন। এ জাতির আত্নত্যাগ কখনও বিফল হবে না, ইতিহাসকে সঠিক পথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এর আগে ১৬ ডিসেম্বর ২০১৯ ঢাকা কমার্স কলেজে লোকজ খেলাধুলা প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ  প্রফেসর ড. মো. আবু মাসুদ ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এস এম আলী আজম। ছাত্ররা হাডুডু, দাঁড়িয়াবান্ধা, মোরগ লড়াই, ব্যাঙ লাফ, মার্বেল ও লাটিম এবং ছাত্রীরা গোল্লাছুট ও বৌচি, দড়িলাফ, এক্কা দোক্কা, ইচিং বিচিং ও কুতকুত ইত্যাদি লোকজ খেলাধুলায় অংশগ্রহণ করে। অত্যন্ত আকর্ষণীয় লোকজ খেলাধুলা উপভোগ করেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিজয় দিবস সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা জাতীয় সংগীত, দেশাত্ববোধক সংগীত, লোক সঙ্গীত, গল্প রচনা, প্রবন্ধ রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, চলচ্চিত্র  নির্মাণ, চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি প্রতিযোগিতায়  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষকদের ক্রিকেট ম্যাচ এবং কর্মকর্তা-কর্মচারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ও ফুটবল ম্যাচ উদ্বোধন করেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য ও বিইউবিটির স্টুডেন্টস এ্যাডভাইজার প্রফেসর মিঞা লুৎফার রহমান।

  17 Dec, 2019