ঢাকা কমার্স কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন । ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৩০ মার্চ ২০২২ ঢাকা কমার্স কলেজের প্রফেসর কাজী ফারুকী অডিটোরিয়ামে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্বর্ণপদক প্রদান ও স্বাধীনতা দিবস লোকজ খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, মাননীয় সংসদ সদস্য, ঢাকা -১৪ এবং সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল আলম কচি সিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডি'র চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত ভাষণ দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। মানপত্র পাঠ করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ হলেন ঢাকা সিটি করপোরেশন (উত্তর) এর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাশেম মোল্লা, ঢাকা কমার্স কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. শফিকুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এস এম আলী আজম ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামা আহমাদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা কমার্স কলেজ স্বাধীনতা দিবস স্বর্ণপদক ২০২২ প্রদান করেন কলেজ গভর্নিং বডি'র চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।