ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ২০১৯


ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ২০১৯

দর্পণ রিপোর্ট : ১০ জুলাই ২০১৯ ঢাকা কমার্স কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এফ.এম. শফিকুর রহমান।

শিক্ষক-শিক্ষার্থী পরিচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম,  উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল, প্রফেসর ড. মো. আবু মাসুদ, শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্ ও প্রফেসর বদিউল আলম এবং ভর্তি কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জিবি সদস্য প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেন, স্কুল জীবন পেরিয়ে এখন তোমরা কলেজ জীবনে এসেছো। এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, সারাদিন ভালো হয়ে চলতে হবে, গুরুজনদের কথা শুনতে হবে।

জিবি সদস্য প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া বলেন, বর্তমান সময় টেকনোলজির যুগ। আর টেকনোলজি ব্যবহার, উদ্ভাবন ও সম্প্রসারণের জন্য ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান শাখা খোলার বিকল্প ছিলো না। কারণ, শ্রেষ্ঠ কলেজ হওয়ায় আমরাও বিজ্ঞানের জয়যাত্রায় জাতির কাছে ওয়াদাবদ্ধ।

উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে কলেজের গৌরবোজ্জ¦ল ফলাফল ও সাফল্যের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

সভাপতির ভাষণে অধ্যক্ষ প্রফেসর ড. এ.এফ.এম. শফিকুর রহমান বলেন, ৭৩৪ কোটি মানুষের এ পৃথিবীতে ঢাকা কমার্স কলেজ শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান শাখা প্রবর্তনের মাধ্যমে আজকের দিনটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  11 Jul, 2019