ঢাকা কমার্স কলেজের গণহত্যা দিবস পালন।ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে ২৫ মার্চ ২০২১ ঢাকা কমার্স কলেজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ৯:৩০টায় অনলাইনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহআলী থানা আওয়ামীলীগ সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনউদ্দিন আহমদ। স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামসাদ শাহ্জাহান। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন আইটি সেন্টার পরিচালক এস এম আলী আজম। আলোচনা অনুষ্ঠান শেষে বাদ জোহর কলেজের নামাজঘরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত, সন্ধ্যা ৭টায় কলেজের সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলন ও রাত ৯টায় প্রতীকি ব্লাক-আউট পালন করা হয়।