ঢাকা কমার্স কলেজের শিক্ষকদের অনলাইন ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত। ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট : ৫-১০ মে ২০২০ ঢাকা কমার্স কলেজ শিক্ষকদের অনলাইন ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকল বিভাগের চেয়ারম্যানসহ শতাধিক শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। কলেজ কনফারেন্স হল-এ ৫টি পর্বে এবং অনলাইনে ২টি প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়। ৫ মে ২০২০ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। ১০ মে ২০২০ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। কর্মসূচির আহবায়ক ছিলেন অটোমেশন কমিটির আহবায়ক এস এম আলী আজম। অনলাইন ক্লাস প্রশিক্ষক ছিলেন কলেজের সফটওয়্যার প্রোভাইডার প্রতিষ্ঠান ‘দেশ ইউনিভার্সেল লি.’ এর প্রোগ্রামার মো. শহিদুল ইসলাম মিলন। ১০ মে ২০২০ থেকে অনার্স ১ম, ৩য় ও ৪র্থ বর্ষ, বিবিএ প্রফেশনাল ১ম, ৬ষ্ঠ ও ৮ম সেমিস্টার এবং সিএসই ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার বিষয়সমূহের ভিডিও ধারণকৃত ক্লাসও হচ্ছে। শিক্ষকবৃন্দ ‘গুগল মিট’ বা ‘জুম’ এ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস নিচ্ছেন। এছাড়া ‘ঢাকা কমার্স কলেজ ভিডিও পোর্টাল’ ও ‘ঢাকা কমার্স কলেজ ক্লাসরুম’ ফেসবুক পেজে শিক্ষকদের রেকর্ডকৃত ভিডিও ক্লাস প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা কমার্স কলেজ বন্ধ আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির নির্দেশনা ও কলেজ অ্যাকাডেমিক কমিটির মতামতের ভিত্তিতে ১০ মে ২০২০ থেকে ঢাকা কমার্স কলেজে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ আশা করেন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নিরাপদে ঘরে অবস্থান করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন যাতে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারে।