ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
নৌ-ভ্রমণ (ইলিশ ভ্রমণ) অনুষ্ঠিত


নৌ-ভ্রমণ (ইলিশ ভ্রমণ) অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকা কমার্স কলেজের ঐতিহ্যবাহী শিক্ষা সফর (নৌ-ভ্রমণ) অনুষ্ঠিত হয়েছে। ইলিশ ভ্রমণ খ্যাত এ ভ্রমণে প্রায় ১৩০০ শিক্ষার্থীসহ দিনব্যাপী মোট ১৮০০ জনের মহা উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে দেশের সর্ববৃহৎ লঞ্চে সুন্দরবন-১৬ এর মাধ্যমে এ ভ্রমণ অনুষ্ঠিত হয়। নৌভ্রমণ উদবোধন করেন কলেজের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম অধ্যক্ষ মো. শামছুল হুদা এফসিএ। এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আহমেদ হোসেন, মো. আব্দুল মজিদ, ফরিদা আখতার সেতু, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো শফিকুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, ভ্রমণ কমিটির আহ্বায়ক খোন্দকার মো. হাদিউজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী। ভ্রমণে বাউল সংগীত পরিবেশন করেন আব্দুল কুদ্দুস বয়াতী ও তার দল। এছাড়া দিনভর ছিলো শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে র‌্যাফেল ড্র পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  03 Mar, 2024