মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপদযাপন
২১ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকা কমার্স কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৭:৩০ টায় প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সকাল ৮:০০ টায় কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং কলেজ গভর্নিং বডির সদস্য এএফএম সরওয়ার কামাল। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীগণও এতে অংশগ্রহণ করেন। এরপর আলোচনা পর্বে বক্তারা উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। দিবসটিকে কেন্দ্র করে শেখ রাসেল দেয়ালিকায় বিশেষ সংখ্যা প্রকাশিত হয় এবং রচনা, হাতের লেখা ও সাধারণজ্ঞান প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।