রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ক্যারিয়ার সেমিনার ও ৪৫১তম সভা অনুষ্ঠিত
দর্পণ রিপোর্ট : ৭ জুলাই ২০১৯ রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে কলেজ হলরুমে ক্যারিয়ার সেমিনার ও ৪৫১তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আবু মাসুদ। অনুষ্ঠানে খেলাধুলায় ক্যারিয়ার ও ক্লাব সেবা বিষয়ে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিএলএস ম্যানেজার ও রংপুর রাইডার্স এর লজিস্টিক ম্যানেজার একেএম আহসানুর রহমান মল্লিক রনি, ক্যারিয়ার ইন আইটি বিষয়ে রিসোর্স পার্সন ছিলেন ঢাকা কমার্স কলেজের সাংস্কৃতিক ও আইটি কমিটির আহ্বায়ক এস এম আলী আজম, ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ে রিসোর্স পার্সন ছিলেন জাপান ওয়াসেদা ইউনিভার্সিটির গবেষক ফরহাদ হোসেন বিপু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব যশোর রূপান্তর এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা সম্পাদক আল মামুন জীবন, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্ট এর সভাপতি শাহনেওয়াজ রানা, রোটার্যাক্ট ক্লাব অব গুলশান এর সভাপতি আব্দুল কাইউম, রোটার্যাক্ট ক্লাব অব ইয়াং প্রিমিয়ার এর সভাপতি শাহ মাখদুম হোসেন তানিম, রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলী ঢাকা এর সভাপতি কাউসার হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার যশোর এর সভাপতি মেহনাজ ফেরদৌস তাসফি, রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার যশোর এর সহসভাপতি মালিহা চৌধুরী, রোটার্যাক্ট ক্লাব অব আধুনিক ঢাকা এর সভাপতি জান্নাতুল জুথি, রোটার্যাক্ট ক্লাব অব আধুনিক ঢাকা এর প্রাক্তন সভাপতি সিনথিয়া আফরিন বৃষ্টি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা এর সভাপতি আসিফ ইমরান তাজ, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগরী এর সভাপতি আব্দুস সাত্তার হিমেল, রোটার্যাক্ট ক্লাব অব রমনা এর সভাপতি মেহেদী হাসান শুভ, রোটার্যাক্ট ক্লাব অব ইডেন মহিলা কলেজ এর সভাপতি সামিরা হোসেন ইমা, রোটার্যাক্ট ক্লাব অব পূর্বাশা প্লাস এর সভাপতি শিশির অন্তু ঘোষ, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা প্যারাগন এর সভাপতি মো. আমিরুল করিম মুসা আলিফ, রোটার্যাক্ট ক্লাব অব বারিধারা এর সভাপতি ফয়সাল মাহমুদ নাহিদ, রোটার্যক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি বোরহানুল ইসলাম, নাহিদ মুন্সি, তানভীর আহমেদ, মো. মিজানুর রহমান ও নির্বাচিত সভাপতি মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. নাবির হোসেন।
অনুষ্ঠানে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম, ক্লাব সেবা প্রোগ্রাম পরিচালনা করেন পরিচালক সাবরিনা আক্তার। এতে বিজয়ী হন নির্বাচিত সভাপতি মো. তরিকুল ইসলাম। সম্পাদকের রিপোর্ট দেন আহাদ মির্জা, সমাজসেবা রিপোর্ট দেন পরিচালক প্রসেনজীত বিশ্বাস, সার্জেন্ট অ্যাট আর্মস রিপোর্ট দেন চিফ সার্জেন্ট নিলয় পারভেজ। অনুষ্ঠানে সেরা সভাপতির পুরস্কার লাভ করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা এর সভাপতি আসিফ ইমরান তাজ ও রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার যশোর এর সভাপতি মেহনাজ ফেরদৌস তাসফি এবং সেরা ক্লাব সদস্য পুরস্কার লাভ করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ ও যুগ্মসচিব রজনীগন্ধা সরকার।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন- রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা সচিব মোস্তাফিজুর রহমান সানি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা এর যুগ্মসচিব সম্পাদক ফজলে রাব্বি, রোটার্যাক্ট ক্লাব অব মিরপুর ঢাকা এর কোষাধ্যক্ষ সৈয়দ আশিকুর রহমান ও সদস্য শারমিন সুইটি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সহসভাপতি মো. আব্দুল্লাহ, কো-এডিটর শারাফ ওয়াশিমা সপ্তর্ষি. সার্জেন্ট মুহতাসিম আহমেদ লাবিব, সদস্য সাকিব হাসান, শান্ত রহমান, আরমান হোসেন রিয়ান, সাদমান ইয়াসির রামিম, উম্মুল খায়ের, সারওয়ার রহমান দিপ্ত প্রমুখ।