রোটার্যাক্ট ক্লাব স্বাধীনতা দিবস প্রতিযোগিতা ও ডেন্টাল ক্যাম্প
দর্পণ রিপোর্ট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ৩০ মার্চ ২০১৯ রোটার্যাক্ট জোন ৭ (এ) এর উদ্যোগে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের স্বাগতিকতায় প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলে সাধারণজ্ঞাণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর এস এম আলী আজম। এরপর প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে বিনামূল্যে টুথপেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্টর মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে রোটার্যাক্ট জোন ৭ (এ) এর জোনাল রিপ্রেজেন্টেটিভ (জেডআর) তানভীর আহমেদ, জোনাল সেক্রেটারি নাবির হোসেন, রিজিয়ন ৪ এর রিজোনাল রিপ্রেজেন্টেটিভ (আরআর) এম মোস্তাফিজুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি নিলয় পারভেজ, আয়েশা ইসলাম, আহাদ মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এস এম আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক নূর নাসরিন সুলতানা নিপা, ফারজানা শারমিন ও সালমা আক্তার উপস্থিত ছিলেন।
রোটার্যাক্ট ক্লাব স্বাধীনতা দিবস সাধারণজ্ঞাণ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো : ক বিভাগে (কেজি /নার্সারি) ১ম স্থান রাইনা আফরিন লামিসা, ২য় তাওহীদ হাসান, ৩য় লিমন হোসেন, খ বিভাগে (১ম-৩য় শ্রেণি) ১ম স্থান শাহরিন, ২য় মো. ইউসুফ, ৩য় মঈনুল ইসলাম, গ বিভাগে (৪-৫ম শ্রেণি) ১ম লিজা আক্তার, ২য় মাহমুদা আক্তার মিম ও ৩য় ইমন হাসান।
রোটার্যাক্ট ক্লাব স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলো: ক বিভাগে (কেজি /নার্সারি) ১ম লিমন হোসেন, ২য় তাওহীদ হাসান, ৩য় তালভিয়া তাসনিম, খ বিভাগে (১ম-৩য় শ্রেণি) ১ম নিয়ামুল ইসলাম, ২য় মো. সাজেদুর রহমান, ৩য় মোসা. সিরাজুম মুনিরা, গ বিভাগে (৪-৫ম শ্রেণি) ১ম মোসা. ফাতেমা আক্তার, ২য় মো. আরিফ হাসান ও ৩য় সুমি আক্তার।