স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত।ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৩১ মার্চ ২০২১ ঢাকা কমার্স কলেজ অনলাইন আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তঃবিজ্ঞানী ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের প্রতিষ্ঠাতা পরিচালক, ইউনিভার্সাল পিস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. কাজী নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএফএম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ । ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে মুক্তিযোদ্ধা সম্মাননার স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মানে সম্মাননাপত্র পাঠ করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক অ্যাডভাইজার প্রফেসর মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামসাদ শাহজাহান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আইটি সেন্টার পরিচালক এস এম আলী আজম।