৩১তম বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত । ঢাকা কমার্স কলেজ দর্পণ
দর্পণ রিপোর্ট: ঢাকা কমার্স কলেজে ৩১তম বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ৫ জুন ২০২২ কলেজ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাকাডেমিক প্রফেসর মো. শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদ সচিব এস এম আলী আজম এবং ক্রীড়া কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামা আহমাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অশংগ্রহণে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের জন্য বিভিন্ন বিষয়ে এ আয়োজন চলবে ১২ জুন ২০২২ পর্যন্ত।